২০২৫ নাগাদ শতভাগ রিসাইকেলড কোবাল্ট দিয়ে ব্যাটারি তৈরি করবে অ্যাপল
পরিবেশবান্ধব প্রযুক্তির সম্প্রসারণে কাজ করছে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় ২০২৫ সাল নাগাদ শতভাগ রিসাইকেলড কোবাল্ট দিয়ে ব্যাটারি তৈরির বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে অ্যাপল।
অ্যাপল প্রত্যাশা করছে, আগামীতে ম্যাগনেট তৈরিতে পুনরায় ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য খণিজ পদার্থ ব্যবহার করা হবে। এছাড়া নিজেদের সকল সার্কিট বোর্ড পুরোপুরিভাবে রিসাইকেলড গোল্ড প্লেট ও টিন সোল্ডারিং ব্যবহার করা হবে।
গত বছর অ্যাপল যে পরিমান কোবাল্ড ব্যবহার করেছে তার শুধুমাত্র ২৫ শতাংশ রিসাইকেল করা হয়েছে, যদিও সেটি আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।
ডিবিটেক/বিএমটি







